আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যত, তোমাদেরকে আধুনিক বিজ্ঞান রপ্ত করে বিজ্ঞানি হয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ্রের স ালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পি আইও মলয় কুমার দাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বিজ্ঞান উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে দেখেন এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
মন্তব্য করার জন্য লগইন করুন!