বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | ২৩ জুন ২০২৫
ভবিষ্যতে পৃথিবী তার কক্ষপথ হারিয়ে সৌরজগতের বাইরে বেরিয়ে যেতে পারে— এমনই এক সম্ভাবনার কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউট এবং ফ্রান্সের বোর্ডো বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানীর গবেষণায়।
ন্যাথান এ কাইব ও শন এন রেমন্ড নামের ওই দুই গবেষক কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছেন, সৌরজগতের পাশ দিয়ে ভ্রাম্যমাণ কোনো নক্ষত্র চলে গেলে সেটি আমাদের গ্রহগুলোর ওপর গুরুতর মাধ্যাকর্ষীয় প্রভাব ফেলতে পারে। এতে পৃথিবী তার স্থায়ী কক্ষপথ হারিয়ে ফেলতে পারে এবং হয়তো সূর্য বা অন্য কোনো গ্রহের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে।
০.২% হলেও, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না
সিমুলেশন অনুযায়ী, এই ধরনের ভয়ংকর ঘটনা ঘটার সম্ভাবনা মাত্র ০.২ শতাংশ, তবে বিজ্ঞানীরা একে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। গবেষকরা বলেন, “বিশ্বজগতে হাজারো বছরের মধ্যে একবার ঘটে যাওয়া ঘটনাও আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।”
তাঁদের মতে, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবীর কক্ষপথ তুলনামূলকভাবে কম স্থিতিশীল। এর ফলে নিকটবর্তী নক্ষত্রের প্রভাবে বুধ, শুক্র বা মঙ্গল গ্রহের কক্ষপথে পরিবর্তন এলে তা পৃথিবীর ওপরও সরাসরি প্রভাব ফেলতে পারে।
সৌরজগতের বাইরে যাওয়া, সূর্য বা গ্রহের সঙ্গে সংঘর্ষ?
গবেষণাটি আরও জানায়, বৃহস্পতির প্রবল মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে সৌরজগত থেকে বাইরে ঠেলে দিতে পারে। এমনকি পৃথিবী নিজেই সূর্যের দিকে ধাবিত হয়ে ধ্বংসও হতে পারে।
তবে বিজ্ঞানীরা সবাইকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সম্ভাবনা আগামী চার শ বছরের মধ্যে দৃশ্যমান কোনো ঝুঁকি নয়, বরং একটি দীর্ঘমেয়াদি জ্যোতির্বৈজ্ঞানিক সম্ভাবনা মাত্র।
লগইন
পৃথিবী কি সৌরজগৎ থেকে বেরিয়ে যেতে পারে । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!