হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সার্ভার গত বৃহস্পতিবার থেকে বিকল রয়েছে। ফলে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, স্বামী নিগৃহীতা প্রত্যাশীরা আবেদন করতে না পেরে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
জানা যায়,গেল সপ্তাহ থেকে আগামী সেপ্টের মাসের ১০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়ে সকল ভাতা প্রত্যাশীদের অনলাইনে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়। সেই মোতাবেক মাইকিং করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। খবর পেয়ে প্রচন্ড গরম উপেক্ষা করে হাজারো নারী-পুরুষ নিজ নিজ ইউনিয়ন অফিস ও বিভিন্ন কম্পিউটারের দোকানে ভীড় জমান।
মন্তব্য করার জন্য লগইন করুন!