হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
মেলার অংশ হিসেবে, ১২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরণকৃত সরকারি সার ও বীজ (মোট ১০৩ বস্তা) পরে গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করে প্রশাসন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৭ বস্তা বীজ, ২৩ বস্তা ইউরিয়া সার, ১৩ বস্তা ডিএপি সার এবং ১০ বস্তা টিএসপি সার।
জব্দকৃত সার-বীজ নন্দীপাড়া মহল্লার সুদিন দাসের গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়।অভিযানে কৃষিবিদ কৃষি অফিসার মোঃ এনামুল হক, বানিয়াচং সহকারী (ভূমি) এ্যাসিল্যান্ড এবং বানিয়াচং থানার পুলিশ সদস্যরা অংশ নেন।কৃষিবিদ মোঃ এনামুল হক জানিয়েছেন, আগামীকাল এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
২০২৩-২৪ অর্থ বছরের খরাপি-২, ২০২৪-২৫ উৎপাদন মৌসুমের কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সার-বীজ বিতরণ করা হয়েছিল।উদ্দেশ্য ছিল রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধি করা।
এই ঘটনা নিয়ে বানিয়াচং উপজেলা সদরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন যে, সকালে বিতরণ করা সার-বীজ বিকেলে কেন জব্দ করা হলো?স্থানীয়রা মনে করছেন, এতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছে।এছাড়াও, মুজিবুর রহমান নামে একজন দালালের মাধ্যমে সরকারি সার-বীজ কেনাবেচার অভিযোগও উঠেছে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি সার-বীজ জব্দের ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে।ঘটনার সত্যতা তদন্ত করে দ্রুত সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মন্তব্য করার জন্য লগইন করুন!