চাঁদপুরে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাসহ সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সাথে নিয়ে ইফতার করলেন বহুল আলোচিত নারী উদ্যোক্তা তৈরীর প্রতিষ্ঠান" বিজয়ী" নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
২৬শে মার্চ বুধবার বিকেলে চাঁদপুর শহরের পুরান বাজারের ভূইয়ার ঘাটে নদীর পাড়ে খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে মেঘনা পদ্মা ডাকাতিয়া নদীর মেলবন্ধনে এই আয়োজন করা হয়।
এ সংস্থার ফাউন্ডার চাঁদপুর শহরের দুই শতাধিক সুবিধাবঞ্চিত নারী,শিশু এবং নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে ইফতার করেন।

তানিয়া ইশতিয়াক খান বলেন, আজ মহান স্বাধীনতা দিবস সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই। প্রতি বছরের মত বিজয়ী এ বছরও আমাদের বোনদের সাথে ইফতার করার সুযোগ হয়েছে তার জন্য শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি।
এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন, সাধারণ সম্পাদক আশিক খান, চযাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক এড: রফিকুজ্জামান রনি,নাগরিক টিভি ও কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক অমেরেশ দত্ত জয়, সাংবাদিক তালহা জোবায়ের, পুরান বাজারের সুধীজনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।
মন্তব্য করার জন্য লগইন করুন!