জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়ে দিয়েছে। গত সোমবার (৪ নভেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর জানায়, এখন থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফা অর্জনকারী করদাতাদের ওপর করের হার ১৫ শতাংশ হবে, যা আগে ছিল ৩০ শতাংশ।
এনবিআরের নতুন নির্দেশনা অনুযায়ী, ৫০ লাখ টাকার অধিক মূলধনী মুনাফার জন্য এই কর হার কার্যকর হবে। এতে শেয়ারবাজার থেকে মূলধনী মুনাফা অর্জনকারীরা ১৫ শতাংশ হারে কর প্রদান করবে। এই পরিবর্তনের ফলে, শেয়ার ক্রয়ের পাঁচ বছরের মধ্যে বা পাঁচ বছরের পরে শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, সম্পদশালী করদাতাদের করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়। তবে, এনবিআরের নতুন নির্দেশনায় শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর কর এবং সারচার্জের মোট হার পরিবর্তন হবে।
এটি প্রযোজ্য ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন সময়কালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সকল শেয়ার লেনদেনের ওপর। নতুন নিয়ম অনুযায়ী, করদাতার নিট সম্পদের পরিমাণ অনুযায়ী সারচার্জের হার নির্ধারণ করা হবে—৪ কোটি টাকার বেশি হলে ১০%, ১০ কোটি টাকার বেশি হলে ২০%, ২০ কোটি টাকার বেশি হলে ৩০%, এবং ৫০ কোটি টাকার বেশি হলে ৩৫% হারে সারচার্জ দিতে হবে।
এনবিআরের এই সিদ্ধান্ত শেয়ারবাজারের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনতে পারে, বিশেষত যারা শেয়ারবাজারে বিনিয়োগ করেন তাদের জন্য।
মন্তব্য করার জন্য লগইন করুন!