তিস্তায় গজলডোবা এবং পদ্মায় ফারাক্কা বাঁধ নির্মাণ
আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাব ,সাড়ে চার মাস ধরে বৃষ্টিহীনতা, খরা পরিস্থিতি
জীববৈচিত্র্য হুমকির মুখে,তিস্তা, পদ্মাসহ অনেক নদী এখন হেঁটে পার হওয়া যায়
ধরলা, জলঢাকা, দুধকুমার, তিস্তা, সতী, ঘাঘট, নীলকুমার, বাঙালি, বড়াই, মানাস, কুমলাই, লাতারা, ধুম, বুড়িঘোড়া, সোনাভরা, হলহলিয়া, লোহিত্য, ঘরঘরিয়া, ধরণী, নলেয়া, জিঞ্জিরাম, ফুলকুমার, কাটাখালী, শালমারা, রায়ঢাক, খারুভাজ, যমুনেশ্বরী, চিকলী, মরা করতোয়া, ইছামতী, আলাইকুমার, মরাতি, পাগলা, চন্দনা, বারাহি, হাব, নবগঙ্গা, সর্বমঙ্গলা, চিনারকুক, ভাঙা, খলিসা, গদাই, প্রাচীন ইছামতী, কমলা, নারদ ইত্যাদি।
নদীর তীরে নগরায়ণ, নদীর জায়গায় আবাদি জমি
এই রিপোর্টে ২০০টি নদীর নাম উল্লেখ করা হলেও, উত্তরাঞ্চলে আরও অনেক ছোটো নদী রয়েছে যা হারিয়ে গেছে।
এই নদীগুলো হারিয়ে যাওয়ার ফলে উত্তরাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর বিরাট বিরূপ প্রভাব পড়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!