মোঃ রাব্বি ঢালী।।
বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ব্যবস্থাপনায় চাঁদপুর পুরান বাজারে অর্ধ-শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫শে এপ্রিল) বাদ জুমা পুরান বাজারের ২নং ওয়ার্ডের পশ্চিম শ্রীরামদী বায়তুল আমান জামে মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার, কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সংগঠনের মাধ্যমে সমাজে অবহেলিত ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার আরও সুযোগ সৃষ্টি হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার, স্বপ্নদ্রষ্টা সকল শিক্ষার্থীদের মাঝে খাবার কোরআন শরীফসহ শিক্ষা সামগ্রী বিতরন করেন। জুমার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মাদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান,উক্ত মাদ্রাসার সভাপতি রাসেল আখন্দ,সাধারণ সম্পাদক মজিবুর রহমান আখন্দ, ক্যাশিয়ার ইউসুফ আখন্দ, হাফেজ হান্নান, শিক্ষক মাও: জাকির হোসেন, কমিটির সদস্য সাদ্দাম হোসাইন, তরুন সমাজ সেবক মামুনুর রশিদ খান,মাদ্রাসার শিক্ষক মন্ডলি,বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দসহ এলাকার শুধীজন।
মন্তব্য করার জন্য লগইন করুন!