৩২ মণের ষাঁড় বিক্রি ১৫ লাখ টাকায়!
চিরিরবন্দর, আসন্ন ঈদুল আজহার জন্য কোরবানির হাট কাঁপাবে 'সম্রাট' নামক এক বিশাল ষাঁড়। সাদা-কালো ছিট রঙের এই সুঠাম স্বাস্থ্যের ষাঁড়টির দৈর্ঘ্য ৯ ফুট এবং উচ্চতা ৬ ফুট।
ওজন: ৩২ মণ (প্রায় ১২৮০ কেজি)
দৈর্ঘ্য: ৯ ফুট
উচ্চতা: ৬ ফুট
প্রতিদিন খাবারের খরচ: ৮০০-৯০০ টাকা
সম্রাটকে লালন-পালনে ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে।প্রতিদিনের খাবারের খরচ বেড়ে যাওয়ায় বিক্রি করতে হচ্ছে।১৫ লাখ টাকায় বিক্রি করার আশা।
হলস্টেইন ফ্রিজিয়ান জাতের।পশুসম্পদ অধিদপ্তরের ৭২৬ নম্বর প্রুভেন বুল সিমেন।স্বভাব শান্ত, তবে মাঝেমধ্যে চড়াও হয়ে ওঠে।দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে লালন-পালন করা হয়েছে।প্রতিদিন ৩-৪ বার গোসল করানো হয়।থাকার স্থানে ২৪ ঘণ্টা ২টি ইলেকট্রিক ফ্যান থাকে।
জোত সাতনালা গ্রামের ডাঙ্গাপাড়ায় মো. আনিসুল হকের বাড়িতে রাখা হয়েছে।দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন দামাদামি করতে।মনমতো দাম না পাওয়ায় এখনও বিক্রি হয়নি।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান নিয়মিত সম্রাটের চিকিৎসা ও পরামর্শ দিয়ে থাকেন।
সম্রাটের বিশাল আকার ও সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন মানুষ ভিড় জমাচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!