বায়ুদূষণে গতকাল বুধবার ঢাকা বিশ্বের শীর্ষ দূষিত শহর হিসেবে পরিচিতি পায়। আজ বৃহস্পতিবার সেই অবস্থান এক ধাপ কমে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে আজকের পরিস্থিতি ঢাকার জন্য আরও উদ্বেগজনক। চলতি বছরে এতো মাত্রার দূষণ আর দেখা যায়নি।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচক অনুযায়ী, আজ সকাল ৯টায় ঢাকার স্কোর ছিল ৩৪১, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। একই সময়ে শীর্ষ দূষিত শহর ছিল কলকাতা, যার স্কোর ৩৬০।
- ঢাকার বায়ুদূষণের কারণ
রাজধানীর বায়ুদূষণের মূল উৎস হিসেবে পরিবেশবিদরা চিহ্নিত করেছেন যানবাহন, কলকারখানার ধোঁয়া এবং ইটভাটা। এসব উৎস বন্ধে সরকারি উদ্যোগ কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার।
অধ্যাপক কামরুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় পরপর তিন দিন তিন ঘণ্টা বায়ুর মানসূচক ৩০০-এর বেশি হলে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঢাকার পরিস্থিতিও সে পর্যায়ে রয়েছে। এ অবস্থায় স্কুল-কলেজ বন্ধ রাখা, দূষণকারী শিল্পকারখানা সাময়িক বন্ধ করা এবং যান চলাচলে কঠোরতা আনার মতো পদক্ষেপ নিতে হবে।’
- বায়ুদূষণের বিপজ্জনক মাত্রা
আইকিউএয়ারের তথ্যমতে, আজ ঢাকার ইস্টার্ন হাউজিং ২ এলাকায় বায়ুর মানসূচক স্কোর ৪৮৭, আগা খান একাডেমি ও মার্কিন দূতাবাস এলাকায় স্কোর ৩৯৮। ঢাকার বাতাসে পিএম ২.৫ বস্তুকণার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৫০ শতাংশ বেশি।
- পরামর্শ ও সতর্কতা
আজকের বিপজ্জনক বায়ুদূষণ থেকে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন:
ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে।
খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলুন।
ঘরের জানালা বন্ধ রাখুন।
ঢাকার বায়ুর এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!