মোঃ মাসুম পারভেজ, চাঁদপুর। চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারকে আর্থিক সহায়তার প্রথম পর্বে ৩০টি পরিবারকে মোট ৫৯ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহম্মদ মহসীন উদ্দিন। তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আপনারা জানেন এই অর্থের পেছনে কত আত্মত্যাগ রয়েছে। একজন শহীদ যখন পরিবার রেখে চলে যান, তখন তার বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মাঝে এই অর্থ বণ্টন করা আইনত নির্ধারিত হয়ে যায়। কিন্তু পরিবারের অনেকে আছেন যারা অনৈতিকভাবে এই টাকার ভাগ বণ্টন নিয়ে বিরোধে জড়াচ্ছেন।
তিনি আরও বলেন, মা থাকলে আশা করি তিনিই সঠিক বণ্টনের দায়িত্ব নিবেন। কারণ দিনশেষে সবাই পরিবার। –নাতি-নাতনি,শ্বশুর-শাশুড়ি, সবাই মিলেই এই সহায়তার উপকারভোগী হবেন। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আর্থিক সহায়তা অনুদান আইনত পাবেন মৃত ব্যক্তির স্ত্রী-সন্তান ও বাবা মা।
অনুষ্ঠানে গুরুতর কিছু অভিযোগের কথাও উঠে আসে। জেলা প্রশাসক জানান, কিছু পরিবার থেকে অভিযোগ এসেছে, কেউ কেউ অনুদানের টাকা পেয়েও পরিবারের অন্য সদস্যদের দেননি। যেমন, শ্বাশুড়ি পুত্রবধূকে টাকা দেননি, বা ভাই টাকা নিয়ে ভাগ করেননি। এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি এবং জানান, যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা জীবন উৎসর্গ করেছেন ও আহত হয়েছেন, তাঁদের স্মরণে এই আর্থিক সহায়তা কার্যক্রমকে উপস্থিত অতিথিরগণ প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!