২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অঙ্কে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু তার পর থেকে চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে। গত ১৮ মাসে, আল হিলালের হয়ে নেইমার মাত্র সাতটি ম্যাচে খেলেছেন।
তবে চোটের কারণে পুরো ২০২৪ সালজুড়ে বলতে গেলে খেলেনইনি নেইমার। এক বছর পুরো পঞ্জিকাবর্ষে, ৪২ মিনিট খেলে যা আয় করেছেন, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর রিপোর্ট অনুযায়ী, গত বছরে ৪২ মিনিট মাঠে কাটিয়ে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন তিনি।
এটি মানে প্রতি মিনিটে নেইমার আয় করেছেন প্রায় ২৪ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকার ওপরে। হিসাব যদি সেকেন্ডে করি, তবে ১ সেকেন্ডে তিনি প্রায় ৫০ লাখ টাকা আয় করেছেন!
চোটের কারণে বর্তমানে নেইমার মাঠের বাইরে থাকলেও, আল হিলাল তাকে বেতন দিতে কোনওরকম বাধ্য ছিল, কারণ চুক্তি অনুযায়ী খেলোয়াড়কে বেতন প্রদান করতে হয়। এমনকি, ক্লাবের মধ্যে কিছু গুঞ্জন উঠেছে যে, আল হিলাল তার সাথে চুক্তি নবায়ন করবে না। আর সেটি বাস্তবায়িত হলে, নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, গত কিছুদিনে ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল, তবে তাদের কোচ তা নাকচ করে দিয়েছেন। তবে নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে তার নিজের দেশের কোন ক্লাব।
তবে সৌদি আরব ছাড়ার আগে, শুধু চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, নেইমার বসে বসেই টাকা কামাচ্ছেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!