ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই ১২ দল নিশ্চিত হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়াও, সুপার এইটে খেলা আট দল - বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক শ্রীলঙ্কা - সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাকি তিনটি দল নির্ধারিত হবে র্যাংকিং অনুযায়ী। বর্তমান র্যাংকিংয়ে এগিয়ে থাকা তিন দল হল নিউজিল্যান্ড (৬), পাকিস্তান (৭) এবং আয়ারল্যান্ড (১১)।
এই তিন দল ছাড়াও আরও ৮ দল আসবে বাছাইপর্বের মাধ্যমে। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ থেকে দুটি করে মোট ৬টি দল এবং আমেরিকা ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মহাদেশ থেকে একটি করে মোট দুটি দল বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
মোট ২০ টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটিই প্রথমবার ২০ টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। বৃহত্তর আকারের এই আসরে আরও বেশি রোমাঞ্চকর খেলা দেখার আশা করা যাচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!