প্রায় ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে সরেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন।
নবী শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে সাকিবকে পেছনে ফেলেছেন। সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন নবী।
বর্তমানে নবীর রেটিং পয়েন্ট ৩১৪, যা সাকিবের ৩১০ পয়েন্টের চেয়ে বেশি। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।
২০১৯ সালের ৭ মে রশিদ খানের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন সাকিব।
চোটের কারণে বিশ্বকাপের পর সাকিব আর ওয়ানডে খেলেননি। খেলবেন না আগামী শ্রীলঙ্কা সিরিজেও।
৩৯ বছর ১ মাস বয়সে শীর্ষস্থানে উঠেছেন নবী।
ওয়ানডে বোলারদের শীর্ষস্থানে আছেন কেশব মহারাজ। ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষস্থানে আছেন পাকিস্তানের বাবর আজম।টেস্টে ব্যাটসম্যানদের তালিকার ১ নম্বরে কেইন উইলিয়ামসন।টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন যশপ্রীত বুমরা।টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে রবীন্দ্র জাদেজা।
মন্তব্য করার জন্য লগইন করুন!