আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল নিশ্চিত করেছেন যে আইপিএলের ১৭তম সংস্করণ শুরু হবে ২২ মার্চ এবং পুরো টুর্নামেন্টই হবে ভারতে।
তবে আইপিএলের সম্পূর্ণ সূচি এখনও ঘোষণা করা হয়নি। কারণ, ভারতের লোকসভা নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। নির্বাচনের তারিখ জানা গেলেই আইপিএলের পুরো সূচি ঘোষণা করা হবে।
অরুণ ধুমাল জানিয়েছেন, নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে কারণ তারা চান না যে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হোক। তিনি বলেছেন, "আমরা পুরো আইপিএলের সূচি ঘোষণা করতে চাই না। কারণ পরে জানানো হতে পারে নির্দিষ্ট ভেন্যূতে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। শেষ মুহূর্তে ভেন্যূ বদল করতে অনেক সমস্যায় পড়তে হয়। আইপিএলের ম্যাচ আয়োজন করতে একটা প্রস্তুতি লাগে। তাই প্রাথমিক কয়েকটা ম্যাচের সূচি ঘোষণা করা হবে। নির্বাচনের দিনক্ষণ জানার পরই আমরা আইপিএলের পুরো সূচি ঘোষণা করব।"
এর আগে, ২০০৯ সালে নির্বাচনের জন্য দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আইপিএল।
২০১৪ নির্বাচনের সময় আইপিএলের প্রথম ২০ ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল এবং বাকি ম্যাচগুলো ভারতে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের মধ্যেই সব ম্যাচ ভারতে হয়েছিল। এবারও তেমনই হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!