এমিলিয়ানো মার্তিনেজ—যিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে অবিশ্বাস্য সব সেভ করে হয়েছেন নায়ক, সেই গোলকিপারই এবার সমর্থকদের তোপের মুখে। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মারাত্মক এক ভুল করে গোল খেয়ে বসেছেন অ্যাস্টন ভিলার এই তারকা।
গতকাল রাতে ইতিহাদ স্টেডিয়ামে সিটির বিপক্ষে ২-১ গোলে হারে অ্যাস্টন ভিলা। ম্যাচের মাত্র ৭ মিনিটেই গোল করেন সিটির পর্তুগিজ উইঙ্গার বের্নার্দো সিলভা। কিন্তু গোলটি নিয়ে বিতর্ক তুঙ্গে। বাঁ দিক থেকে আসা একটি ক্রসে বল লুকাস দিনিয়ের পায়ে লেগে বক্সের মাঝখানে চলে আসে। সেখান থেকে সিলভা সরাসরি শট নেন, যেটা ছিল মার্তিনেজের দিকে—তাঁর জন্য ‘রুটিন’ সেভ বলেই ধরে নেওয়া যায়। কিন্তু বল গ্লাভসে লেগেও বাঁদিকে ড্রপ খেয়ে জালে ঢুকে পড়ে!
এমন ভুলে বিস্মিত হয়েছেন ভিলার ভক্তরা। এক্স-এ একজন লিখেছেন, “এমি মার্তিনেজ একেবারে ফালতু হয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহেই একই ভুল!” আরেকজন মন্তব্য করেছেন, “সে আর সেরা গোলকিপার নয়। শুধু কোপা আমেরিকায় পেনাল্টি ঠেকাতে পারে, বাকিটুকু সাধারণ মানের।”
তবে ভুল করলেও মার্তিনেজের পরিসংখ্যান কম প্রশংসনীয় নয়। এবারের প্রিমিয়ার লিগে ৮৭টি সেভ করে তিনি রয়েছেন সেভের তালিকার নবম স্থানে। ১৯২ ম্যাচে ৫৬টি ক্লিন শিট, ৫৬০টি সেভ আর ৪টি পেনাল্টি ঠেকানোর রেকর্ডও আছে তাঁর ঝুলিতে। তবুও বড় ম্যাচে এমন ভুলে প্রশ্ন উঠছে—ভিলার জার্সিতে মার্তিনেজের আত্মবিশ্বাস কি টলে উঠছে?
মাত্র এক সপ্তাহ আগেই চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষেও এমনই এক বাজে সেভে গোল হজম করেন তিনি। সেই ম্যাচেও সমালোচনার মুখে পড়েছিলেন।
জাতীয় দলের হয়ে কিংবদন্তি হয়ে ওঠা এই গোলকিপার ক্লাব ফুটবলে যেন খলনায়ক হয়ে উঠছেন—ভক্তদের হতাশা সেখানেই।
মন্তব্য করার জন্য লগইন করুন!