মোঃ আবু হানিফ বিন সাঈদ : বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৫০ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল হক।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ নাজমুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, চকবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্না চকদার, ক্রীড়া শিক্ষক রঞ্জু কুৃমার দাস প্রমুখ। উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, মহারতœপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, ক্রীড়া শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তৃতায় ইউএনও পদ্মাসন সিংহ বলেন, বানিয়াচংয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে জাতীয় পুরস্কার ছিনিয়ে আনছে, এ ধারা অব্যাহত রাখতে হলে পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা শারিরীক বিকাশের পাশাপাশি অপরাধ প্রবনতা কমায়, সুন্দর সমাজ বিনির্মাণে এ প্রজন্মের শিক্ষার্থীরা পড়ালেখা করে বড় হয়ে দেশের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করছি।
প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বলেন, বঙ্গবন্ধু খেলাধুলায় পারদর্শী ছিলেন। কিন্ত তিনি দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজে খেলাধুলা না করতে পারলেও দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে রোল মডেল।
বিশেষ অতিথির বক্তৃতায় সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ নাজমুল হাসান বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা সাফ চ্যাম্পিয়ান জয় করেছে, আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শীতায়।
বিশেষ অতিথির বক্তৃতায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, খেলাধুলা মাধক থেকে দূরে রাখে। মাদকসেবীরা নিজেদেরকে মহামানব মনে করলে সমাজ তাদেরকে ধিক্ষার দেয়। মাদকসেবীদের পরিবারের সাথে মানুষ সম্পর্ক করতে চায় না। এছাড়াও তিনি বাল্য বিয়ের কুফল বর্ণনা করে বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!