বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইন বিভাগের আয়োজনে দিনব্যাপী অন্ত:বিভাগ 'ল' অলিম্পিয়াড চ্যাম্পিয়নশীপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বাইউস্ট ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডটি চারটি পর্বে সাংবিধানিক আইনের ওপর আয়োজিত হয়। চারটি পর্ব হলো:
প্রাথমিক পর্ব, মৌখিক পর্ব, সেমিফাইনাল পর্ব, ফাইনাল পর্ব ।
ফাইনালে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ হাসান চ্যাম্পিয়ন হন। তিনি ৫ হাজার টাকার প্রাইজমানি এবং পদক লাভ করেন। রানার্স-আপ হন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আহমেদ শাকিল। তিনি ৩ হাজার টাকার প্রাইজমানি এবং পদক লাভ করেন। সেমিফাইনাল থেকে বাদ পড়া আরো দু'জন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের আনিকা বিনতে ইকবাল এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী দোলন সুলতানা প্রত্যেকে ১ হাজার টাকার প্রাইজমানি লাভ করেন।
এছাড়াও প্রাথমিক পর্বের শীর্ষ দশ শিক্ষার্থী মোঃ হাসান, মোঃ শাহরিয়ার আহমেদ শাকিল, উম্মে সুমায়া আলম সাইমা, গোলাম শারিন মিম, মোঃ আবুল হোসেন, মাসুমা জাহান, দোলন সুলতানা, ফাহমিদা ইসলাম, কামরুন্নাহার রুবি প্রত্যেকে অ্যাপ্রিসিয়েশন মেডেল লাভ করেন। এছাড়াও ল' অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেকে অংশগ্রহণকারী সনদ লাভ করেন।
সভাপতির বক্তব্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার বলেন, "বাইউস্ট আইন বিভাগ প্রথমবারের মতো ল' অলিম্পিয়াড আয়োজন করেছে। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। ডিপার্টমেন্ট সবসময় তোমাদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আয়োজন করবে এবং তোমরা ভবিষ্যত প্রোগ্রামগুলোতেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দীন, মোসাঃ রেজওয়ানা করিম, প্রভাষক দীপান্বিতা কুন্ডু রুমকী, মো: শামীম আহমেদ, নাদিয়া ইসলাম নদী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও প্রভাষক শাদাব বিন আশরাফ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেছে বাইউস্ট ল' ক্লাব।
লগইন
বাইউস্ট আইন বিভাগে প্রথমবারের মতো ল' অলিম্পিয়াড অনুষ্ঠিত
মন্তব্য করার জন্য লগইন করুন!