শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত "সপ্তম ওয়েস্টার্ন এশিয়া ইউথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৪" এ অনূর্ধ্ব-৮ মহিলা গ্রুপে ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জয়ের পাশাপাশি মহিলা ক্যান্ডিডেট মাস্টার টাইটেল অর্জন করেছে খুদে দাবাড়ু অনূর্ধ্ব-৮ মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়ন ওয়ারিসা হায়দার। মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, সেক্টর ৪, উত্তরা, ঢাকা শাখার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ওয়ারিসা দেশের জন্য ব্রোঞ্জ পদক জয়ের পাশাপাশি মহিলা ক্যান্ডিডেট মাস্টার টাইটেল অর্জন করায় ওয়ারিসাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অনূর্ধ্ব-৮ স্ট্যান্ডার্ড বিভাগে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে ওয়ারিসা হায়দার। সেই সুবাদে সে নারী ক্যান্ডিডেট মাস্টার খেতাব পাওয়ার শর্তও পূরণ করেছে। বাংলাদেশের অর্জন একটি সোনা, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৮ থেকে অনূর্ধ্ব-১৮ পর্যন্ত বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে ইরান, কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ ১০টি দেশের ৩২৮ জন দাবাড়ু অংশ নিয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কারই ছিল প্রায় ২০০ জন, বাংলাদেশ থেকে খেলেছে ১০ জন। খেলা শেষে গতকাল শ্রীলংকার প্রধানমন্ত্রীর বাসভবন কলম্বো টেম্পল ট্রিসে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পশ্চিম এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে সরাসরি ফিদে মাস্টার বা আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জনের সুযোগ থাকে। ৮-১৫ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের উঠতি দাবাড়ুদের লক্ষ্যও ছিল খেতাব পাওয়া। সেই লক্ষ্য আংশিক পূরণ হয়েছে। অনূর্ধ্ব-১৪ স্ট্যান্ডার্ড ওপেন বিভাগে অপরাজিত থেকে সোনা জিতে ক্যান্ডিডেট মাস্টার থেকে সরাসরি ফিদে মাস্টার খেতাব পেয়েছে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা। এবং অনূর্ধ্ব-৮ স্ট্যান্ডার্ড বিভাগে ওয়ারিসা হায়দার ব্রোঞ্জ জিতে সে নারী ক্যান্ডিডেট মাস্টার খেতাব পাওয়ার শর্ত পূরণ করেছে।
ওয়ারিসাকে এশিয়ার অন্যতম সম্মানজনক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর্থিক পৃষ্ঠপোষকতা করছে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান ইনসাইটইন টেকনোলজি বাংলাদেশ লিমিটেড।
মন্তব্য করার জন্য লগইন করুন!