দাবা প্রিমিয়ার লিগের পর্দা উঠছে ১ ফেব্রুয়ারি। কিন্তু এবারের লিগে অংশগ্রহণ করবে না তিনবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং। দলের চ্যাম্পিয়ন দারাড়ু গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এ নিয়ে হতাশ।
সাইফের না থাকায় লিগের আকর্ষণ কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। মোহামেডান ও বিমান না থাকায় লিগ ইতিমধ্যেই গুরুত্বহীন হয়ে পড়েছে। সাইফই ছিল আশার আলো। তারাই যদি সরে যায় তাহলে দাবা অঙ্গনের জন্য বড় ধাক্কা হবে।
দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, অভ্যন্তরীণ কারণে সাইফ দল গড়তে আগ্রহী নয়। ফেডারেশন চাচ্ছে শক্তিশালী না হলেও সাইফ যেন মাঝারি মানের দল নিয়ে লিগে খেলে।
মন্তব্য করার জন্য লগইন করুন!