রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে। ম্যাচের ৮৮তম মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ হোসেলুর দুই গোলে ম্যাচ ঘুরিয়ে নেয়।
ম্যাচের প্রথমার্ধে রিয়াল বেশি আক্রমণাত্মক খেলেও গোল করতে পারেনি। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার রিয়ালের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। দ্বিতীয়ার্ধে এসে বায়ার্ন আলফোনসো ডেভিয়েসের মাধ্যমে গোল করে।
ম্যাচের ৮৮তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট নয়্যার ধরতে পারেননি। বল হোসেলুর কাছে চলে গেলে তিনি সহজেই গোল করে দেন। এরপর অতিরিক্ত সময়ে আবারও হোসেলু গোল করে রিয়ালকে জয় এনে দেন।
এই পরাজয় নয়্যারের জন্য ছিল ব্যক্তিগতভাবে খুবই হতাশাজনক। ম্যাচ শেষে তিনি বলেন, "যে কেউ কখনও ফুটবল খেলে থাকলে আমার মনের অবস্থা বুঝতে পারবে। ৮৮তম মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও হারতে হল। এটা খুব হৃদয়বিদারক।
"
এই হারে বায়ার্ন মিউনিখের কোচ হান্স-ডিটার টুখেলের সান্তিয়াগো বার্নাব্যুতে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেছে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে শেষ ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে।
গোল: রিয়াল মাদ্রিদ - ২ (হোসেলু ৮৮', ৯১'), বায়ার্ন মিউনিখ - ১ (আলফোনসো ডেভিয়েস ৫৬')
শট: রিয়াল মাদ্রিদ - ১৮ (৫ গোলে), বায়ার্ন মিউনিখ - ১২ (৪ গোলে)
কর্নার: রিয়াল মাদ্রিদ - ৫, বায়ার্ন মিউনিখ - ৪
ফাউল: রিয়াল মাদ্রিদ - ১২, বায়ার্ন মিউনিখ - ১০
অফসাইড: রিয়াল মাদ্রিদ - ২, বায়ার্ন মিউনিখ - ৩
সেভ: রিয়াল মাদ্রিদ - ৩ (থিবাউট কোর্টোইস), বায়ার্ন মিউনিখ - ৮ (ম্যানুয়েল নয়্যার)
ম্যান অফ দ্য ম্যাচ: হোসেলু (রিয়াল মাদ্রিদ)
মন্তব্য করার জন্য লগইন করুন!