ফুটবল মাঠে বল হাতে নেওয়ার একমাত্র সুবিধা পান গোলকিপাররা। তবে অনেক সময় এই সুবিধা কাজে লাগিয়ে তাঁরা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেন। এখন থেকে গোলকিপারদের এই কৌশল আর সহজে কাজে আসবে না। কারণ, নতুন নিয়ম অনুযায়ী বল বেশি সময় ধরে রাখলেই প্রতিপক্ষ কর্নার পাবে।
নতুন নিয়মের ঘোষণা
শনিবার (১ মার্চ) ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) সভায় নতুন এই নিয়ম অনুমোদন করা হয়েছে। চলতি বছরের জুনে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপ থেকেই এই নিয়ম কার্যকর হবে।
আগে, গোলকিপাররা ৬ সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি–কিক দেওয়া হতো। কিন্তু রেফারিরা অনেক সময় এই শাস্তি প্রয়োগ করতে নিরুৎসাহিত হতেন, কারণ ফ্রি–কিক থেকে গোল হওয়ার সম্ভাবনা তেমন থাকত না।
নতুন নিয়মে কী পরিবর্তন আসছে?
গোলকিপাররা এখন থেকে বল ধরে রাখতে পারবেন সর্বোচ্চ ৮ সেকেন্ড।
৮ সেকেন্ড পার হলে প্রতিপক্ষ পাবে কর্নার।
রেফারি কর্নারের সিদ্ধান্ত দেওয়ার আগে ৫ সেকেন্ড সতর্কতামূলক গণনা (কাউন্টডাউন) করবেন।
পরীক্ষামূলক প্রয়োগে কী ফলাফল এসেছিল?
নতুন নিয়ম চালুর আগে ইংল্যান্ডের লিগ টু, মাল্টা ও ইতালির ফুটবলে পরীক্ষামূলকভাবে এটি প্রয়োগ করা হয়েছিল।
ইংল্যান্ডে ৪০০ ম্যাচে ৩ বার কর্নারের শাস্তি দেওয়া হয়।
মাল্টায় একবারও কর্নারের শাস্তি দিতে হয়নি।
ইতালিতে কর্নারের বদলে থ্রোর শাস্তি দেওয়া হয়েছিল, সেখানে মাত্র ১ বার এটি প্রয়োগ করা হয়।
নিয়ম অনুমোদনের প্রক্রিয়া
নর্দার্ন আয়ারল্যান্ডে আয়োজিত আইএফএবির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে এই নতুন নিয়ম পাস হয়।
আইএফএবি-তে মোট ৮টি ভোট রয়েছে:
ফিফার ৪টি ভোট (যা ২০০+ দেশের প্রতিনিধিত্ব করে)
ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ১টি করে ভোট
ফুটবলের নতুন নিয়ম কার্যকর করতে তিন–চতুর্থাংশ ভোটের প্রয়োজন হয়, যা এই নিয়মের ক্ষেত্রে পূরণ হয়েছে।
ফুটবলে নতুন যুগের শুরু?
গোলকিপারদের সময় নষ্ট ঠেকাতে কর্নারের নতুন নিয়ম নিঃসন্দেহে বড় পরিবর্তন। জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে এই নিয়ম কার্যকর হওয়ার পর দেখা যাবে, এটি মাঠের খেলায় কী ধরনের প্রভাব ফেলে।
মন্তব্য করার জন্য লগইন করুন!