৩৫ বছর বয়স পেরিয়ে গেলেও দিমুথ কারুনারত্নের ক্রিকেট জীবনের শেষ ডাক বাজেনি। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেও তিনি এখনও টেস্ট ক্রিকেটে দীর্ঘ ইনিংস খেলতে চান। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসের সফলতম ওপেনার কারুনারত্নের লক্ষ্য টেস্ট ক্রিকেটে একশ ম্যাচ খেলা এবং দশ হাজার রান সংগ্রহ করা।
আফগানিস্তানের বিপক্ষে কলম্বোতে চলমান টেস্টটি কারুনারত্নের ৮৯তম টেস্ট ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৭৭ রান করেন। টেস্ট ক্রিকেটে তার বর্তমান রান সংখ্যা ৬ হাজার ৭০৮। তিনি ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি করেছেন এবং তার ব্যাটিং গড় ৪১.১৫।
বয়স বৃদ্ধি পেলেও কারুনারত্নে নিজেকে এখনও ফিট মনে করেন। ব্যাট হাতেও তার সময়টা খারাপ যাচ্ছে না। ফিটনেস ও ছন্দ ধরে রাখতে পারলে বছর তিনেকের মধ্যে তিনি নিজের দুটি লক্ষ্যেই পৌঁছাতে পারবেন বলে আশাবাদী এই বাঁহাতি ব্যাটসম্যান।
আফগানিস্তানের বিপক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কারুনারত্নে বলেন, "টেস্ট ক্রিকেটে আলাদা ছাপ রেখে যেতে চাই। আমার প্রথম লক্ষ্য ১০০ টেস্ট খেলা। এটা যেকোনো টেস্ট ক্রিকেটারের জন্য বড় অর্জন। যদি ওই পর্যন্ত যেতে পারি, আমি তখন দেখব ১০ হাজার রানের কতটা কাছে আছি, এরপর সেটা ছোঁয়ার চেষ্টা করব।
কারুনারত্নের এই দৃঢ়তা ও আত্মবিশ্বাস টেস্ট ক্রিকেটে তার দীর্ঘায়ু ও সাফল্যের প্রতিশ্রুতি বহন করে।
মন্তব্য করার জন্য লগইন করুন!