সান সিরোতে রোমাঞ্চকর ম্যাচে এসি মিলানকে ২-১ গোলে পরাজিত করে ইন্টার মিলান। এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইতালিয়ান সিরি আ-এর শিরোপা নিশ্চিত করে ফেলেছে তারা। এটি ইন্টার মিলানের ২০তম শিরোপা।
ম্যাচের ১৮তম মিনিটেই ফ্রান্সেসকো আচের্বি কর্নার থেকে উড়ে আসা বল হেড করে ইন্টারকে এগিয়ে নিয়ে যান। বিরতির পর মার্কাস থুরাম দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন।
৮০তম মিনিটে ফিকায়ো তোমোরি গোল করে মিলানকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু পরবর্তীতে থিও হের্নান্দেস ও ডেনজেল ডামফ্রিস লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর এসি মিলান ১০ জনে খেলতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ইন্টার মিলান ২-১ ব্যবধানে জয় ধরে রেখে শিরোপা জয় করে।
৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্র তে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে ইন্টার মিলান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান।
মন্তব্য করার জন্য লগইন করুন!