মানা বে কোথায় অবস্থিত
মানা বে ওয়াটার পার্ক বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। এটা বাংলাদেশের একমাত্র এবং প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। ২২ সেপ্টেম্বর, ২০২৩ সাল এ উদ্বোধনের পর থেকেই এখানে পর্যটক এর অনেক ভিড়।
সংক্ষিপ্ত পরিচিতি
ওয়াটার পার্ক টি সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় চালিত এবং প্রকল্পটিকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইট ওয়াটার। সম্প্রতি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দায়িত্ব পদে রয়েছেন মাসুদ দাউদ আকবানী।
মানা বে যাওয়ার উপায়
মানা বে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা হতে যাবার পথে মেঘনা ব্রিজের পরেই এর অবস্থান। ঢাকা থেকে মানা বে প্রায় ৪০ কিলোমিটার দূ্রে অবস্থিত। আবরণ হতে বাসে বা নিজস্ব গাড়িতে করে যেতে পারবেন। দেশের যেকোন স্থান হতে বাসে আসতে পারেন। পার্কটিতে প্রচুর পার্কিং ব্যবস্থা আছে।
মানা বে প্রবেশ টিকিট মূল্য
বড়দের টিকিট মূল্য: ৬ হাজার টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে)
শিশুদের টিকিট মূল্য: ৩ হাজার টাকা (৩ হতে ৪ ফুট উচ্চতা)
শিশুদের টিকিট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের পাদদেশে থেকে হবে)
মানা বে রাইড
চোখ জুড়ানো দৃষ্টিনন্দন এই পার্কে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন সহ রয়েছে ১৭ টি রাইড। যেহেতু এটি ওয়াটার পার্ক এজন্য এখানের প্রায় সব গুলো রাইড ওয়াটার কেন্দ্রিক। নিচে কিছু উল্লেখযোগ্য রাইড এর নাম দেয়া হল:
- ওয়াটার স্লাইড ট্যুর
- ওয়েভ পুল
- ফ্লোরাইডার ডাবল
- ভলকানো প্রদর্শন (আগ্নেয়গিরি শো)
- লেজি রিভার
- অন্যান্য
এছাড়াও এইখানে বাচ্চাদের জন্য ১টি আলাদা জোন ও মানব নির্মিত নদীর আয়োজন রেখেছে এসিএস টেক্সটাইল কর্তৃপক্ষ। এজন্য পার্ক ভ্রমণে বাচ্চাদের সাথে নিয়ে আসতে ভুলবেন না।
কোথায় টিকেট পাবেন
অনলাইনে টিকিট করার জন্যে রয়েছে মানা বে অফিসিয়াল ওয়েবসাইটঃ www.manabay.com
আপনার নাম, ইমেইল তার সাথে মোবাইল ফোন নাম্বার দিয়ে ইন্টারনেটে টিকিট কাটতে পারবেন। পেমেন্ট করতে পারবেন মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
এছাড়া অন স্পটে গিয়েও টিকিট করা যাবে। মানা বে এর গুলশান দফতর থেকেও অগ্রিম টিকেট করা যাবে।
সময়সূচী
মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন উন্মুক্ত করা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারী ছুটির দিনে সকাল বেলা ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উন্মুক্ত করা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল বেলা ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
কোথায় খাবেন
টিকেট প্রাইসের সাথে খাবারের খরচ অন্তর্ভূক্ত নয়। এজন্য কতিপয় খেতে হলে নিজ খরচে কিনে খেতে হবে। পার্কেই রেস্টুরেন্ট আছে। আপনার পছন্দ অনুসারে ক্রয় করে খেতে পারবেন যে কোন সময়।
অফার বা ডিসকাউন্ট
বর্তমানে মানা বে ওয়াটার পার্কে কোন ডিসকাউন্ট বা অফার নেই। তবে ৫০ জনের অধিক গ্রুপ অথবা কর্পোরেট বুকিং এর জন্যে ডিসকাউন্টের সুবিধা আছে। এইজন্যে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ
মানা বে যোগাযোগ নাম্বার: 09606-889999
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.manabay.com
ফেসবুক পেইজঃ www.facebook.com/manabaybd
হেড অফিস
14th Floor, Sanmar Tower-2,
Gulshan 2, Dhaka 1212
লগইন
মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক।
মন্তব্য করার জন্য লগইন করুন!