তারিখ: ৩০ মে (বৃহস্পতিবার) - ৩১ মে (শুক্রবার)
স্থান: চাঁদপুর
প্রয়াত অশোক রায় নন্দীর স্মরন সভায় উপস্থিত থাকা,রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা
৩০ মে (বৃহস্পতিবার):
সকাল ৭:০০ টায় নৌ-পথে রওয়ানা,সকাল সাড়ে ১০ টায় চাঁদপুরে পৌঁছানো,সকাল ১১ টায় ফরাক্কবাদ ডিগ্রী কলেজের গান্ধী ভবনে ৯নং বালিয়া ইউনিয়নবাসী আয়োজিত প্রয়াত অশোক রায় নন্দীর স্মরন সভায় উপস্থিত থাকা।
৩১ মে (শুক্রবার):দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ,বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে প্রয়াত অশোক রায় নন্দীর স্মরন সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকা,রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা
ফরাক্কবাদ ডিগ্রী কলেজের স্মরন সভা:
অধ্যাপক ড.মীজানুর রহমান (ফরাক্কবাদ ডিগ্রী কলেজের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য),ড.বিশ্বজিৎ ঘোষ (রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য),নাট্যজন গাজী রাকায়েত (অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা),আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র),বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল (চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক)।
চাঁদপুর শিল্পকলা একাডেমীর স্মরন সভা: লিয়াকত আলী লাকি (বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক),গোলাম কুদ্দুস (সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় পরিষদের সভাপতি),নরেশ ভুইয়া (থিয়েটার ঢাকার অন্যতম কর্নধার),চন্দন রেজা (বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনেরর সেক্রেটারি জেনারেল)।
সুজিত রায় নন্দী দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!