ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৬ জুলাই) রুপালী ব্যাংক উপশাখা প্রাঙ্গণে এক কৃষি ও পল্লী ঋণ বিতরণী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্যামগঞ্জ রুপালী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাসান মাহমুদুল ইসলাম। সঞ্চালনা করেন গৌরীপুর উপশাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার সুবল চন্দ্র ঘোষ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুপালী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মনির উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, কৃষি ও পল্লী ঋণ বিতরণ রুপালী ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য। আমরা এ ঋণ দিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। তিনি ঋণ গ্রহীতাদের ঋণ সুবিধা সঠিকভাবে ব্যবহার করে তাদের জীবনমান উন্নত করার আহ্বান জানান।
লগইন
রুপালী ব্যাংকে পল্লী ও কৃষি ঋণ বিতরণ
মন্তব্য করার জন্য লগইন করুন!