হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং বড়াবাজারে অবস্থিত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে এক মহিলা গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) জাতুকর্ণপাড়ার জনৈক মহিলা অভিযোগটি দাখিল করেন।
জানা যায়, ২০১০ সালে মাসিক ২ শত ১০ টাকা কিস্তিতে ওই বীমা কোম্পানিতে টাকা জমা দেওয়া শুরু করেন। ১০ বছর পর ২০২১ সালে তার বীমার মেয়াদ শেষ হলে কর্তৃপক্ষ লাভসহ ১৫ হাজার টাকা ওই গ্রাহককে দেওয়ার কথা বলে বীমার সকল কাগজপত্র হাতিয়ে নেয়।
গ্রাহক অসুস্থ হওয়ায় তার ছেলে আবু হানিফ বিন সাঈদ ২১ সাল থেকে কোম্পানিটির বানিয়াচং শাখা ম্যানেজারের সাথে যোগাযোগ করেন। কিন্ত ম্যানেজার নানা টালবাহানা করে ৩ বছর অতিবাহিত করে এখন পর্যন্ত বীমার টাকা বুঝিয়ে দেননি। উল্লেখ্য ওই বীমা কোম্পানির বানিয়াচংয়ের ম্যানেজারের বিরুদ্ধে অসংখ্য নীরিহ মানুষের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, অভিযোগের আলোকে কোম্পানির ম্যানেজারকে নোটিশ করা হবে। এরপর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!