নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক ও কর কমিয়ে আমদানির অনুমতি দিলেও কাঙ্ক্ষিত ফল আসছে না। এক মাসে চাল, ডিম, আলুসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়েনি উল্লেখযোগ্যভাবে। বাজারে কিছু পণ্যের দাম কমলেও ভোক্তাদের অভিযোগ, এখনো বেশিরভাগ পণ্যের দাম চড়া।
সরকার শুল্ক তুলে দিয়ে ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিলেও বাস্তবে এসেছে মাত্র ১৫ হাজার টন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আমদানির অনুমতি দেওয়া হলেও আন্তর্জাতিক বাজারে চালের দাম বেশি হওয়া এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করলে প্রতি কেজি চালের খরচ পড়ে প্রায় ৫৫ টাকা, যেখানে বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়।
এ বিষয়ে চট্টগ্রামের আফসানা ট্রেডিংয়ের কর্ণধার ওমর আজম জানান, আমদানি সুবিধা দেওয়ায় চালের বাজারে স্থিতিশীলতা এসেছে, তবে সময়সীমা বাড়ানো হলে আমদানিতে আগ্রহ বাড়তে পারে।
ডিম আমদানিতেও জটিলতা
অক্টোবরে ডিমের দাম ডজনপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা ছুঁয়ে যাওয়ায় সরকার ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে। এতে ৫৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এখন পর্যন্ত এসেছে মাত্র ১০ লাখ।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ডিম আমদানির ক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তরের আরোপিত পরীক্ষার শর্তে সময় ও খরচ বেড়ে গেছে। বন্দরে ডিম এসে পৌঁছানোর পর ঢাকার সাভারে নমুনা পরীক্ষা করতে হয়। এতে চার-পাঁচ দিন সময় লেগে যায়, ফলে ট্রাকভাড়া ও ডিম নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এসব কারণে ডিম আমদানিতেও আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা।
আলু আমদানি বাড়লেও দাম বাড়তি
সরকার আলু আমদানির শুল্ক কমিয়ে দেওয়ার পর ৪০ হাজার টন আলু আমদানি হয়েছে। তবে বাজারে আলুর দাম কমেনি, বরং বেড়েছে।
বাজারে স্থিতিশীলতা আনতে বাড়াতে হবে সরবরাহ
বিশ্লেষকরা বলছেন, শুধু শুল্ক কমিয়ে দাম কমানো সম্ভব নয়। বাজারে সরবরাহ বাড়ানোই দাম নিয়ন্ত্রণের একমাত্র কার্যকর উপায়। নিত্যপণ্যের আমদানি প্রক্রিয়া সহজ করতে এবং শুল্ক কমানোর সুফল পেতে ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।
সরকারের শুল্ক-কর হ্রাস নীতির সুফল হিসেবে কিছু পণ্যের দাম স্থিতিশীল হয়েছে বলে দাবি করা হলেও, ভোক্তাদের অভিযোগের পাশাপাশি ব্যবসায়ীদের অনীহা প্রকৃত সুফল পেতে বাধা হয়ে দাঁড়িয়েছে। নীতিমালার জটিলতা দূর এবং প্রক্রিয়াগত সময় কমানোর দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে।
মন্তব্য করার জন্য লগইন করুন!