ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে বীমাদাবীর চেক প্রদান, পুরুস্কার বিতরণ ও উন্নয়ন সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে ২৯ লাখ টাকার বীমাদাবীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর পর ৩বার স্বর্ণপদক প্রাপ্ত, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের সহকারী ভাইস প্রেসিডেন্ট একেএম আসাদুল্লাহ খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীমা শিল্পের আন্তর্জাতিক প্রশিক্ষনপ্রাপ্ত, ঢাকা প্রধান কার্যালয়ের সিনিউর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।
প্রধান অতিথি বাহার উদ্দিন মজুমদার উপস্থিত
কর্মীদের উদ্দেশ্যে বলেন, বীমা পেশায় প্রত্যেক কর্মী-কর্মকর্তা সফলতা চায় কিন্তু সবাই সফল হয় না। সফলতা চাইলেই পাওয়া যায় না। সফল হতে হলে কিছু বিষয় মনে ধারণ ও পালন করতে হয়। যেমন, সফল হওয়ার জন্য লক্ষ্য স্থির করা জরুরী।অদম্য সাহস আর দুর্নিবার ইচ্ছা শক্তি থাকতে হবে।সম্মোহনী ব্যক্তিত্ব থাকতে হবে। কোনো প্রকার সংশয়, বাজে চিন্তা, ভয়-ভীতি, আলস্য দূর করতে হবে।
নিজের উপর প্রবল আত্মবিশ্বাস থাকতে হবে। সকলের নিকট বিশ্বস্ত হতে হবে।মানুষকে গুরুত্ব দিতে হবে। স্বপ্ন দেখতে হবে। সময়ানুবর্তিতা হতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, গুছিয়ে কাজ করতে হবে। সময়ের অপচয় রোধ করতে হবে। দীর্ঘসূত্রিতা এড়াতে হবে-আজ করব, কাল করব, সকালে করব, বিকালে করব এমন প্রবণতা দূর করতে হবে।
বীমাদাবীর চেক প্রদান, পুরুস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিস, তাড়াইল সাংগঠনিক অফিস ও অন্যান্য জোন অফিস, সাংগঠনিক অফিসের সকল কর্মী-কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!