সরকার নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে টিকা গ্রহণের আগে হজযাত্রীদের কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরীক্ষাগুলো হলো:
ইউরিন আরএমই,র্যান্ডম ব্লাড সুগার,এক্স-রে চেস্ট পিএ ভিউ,ইসিজি,সেরাম ক্রিয়াটিনিন,সিবিসি উইথ ইএসআর,ব্লাড গ্রুপিং এবং আরএইচ টাইপিং
এই রিপোর্টগুলো অবশ্যই হজযাত্রীদের টিকা গ্রহণের ৩ মাসের মধ্যে করা হতে হবে।
হজযাত্রীরা মোট ৮০টি স্বাস্থ্য সেবা ও টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। এই কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সকল জেলার সিভিল সার্জন অফিস। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বগুড়া ও দিনাজপুর জেলার নির্দিষ্ট কিছু হাসপাতালেও টিকা দেওয়া হবে।
এই বিষয়ে আরও তথ্যের জন্য হজযাত্রীরা ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!