২০২৫ সালে হজ পালন করতে আগ্রহী মুসলমানদের জন্য হজ নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। যারা হজের জন্য আর্থিক ও শারীরিকভাবে সক্ষম এবং যাদের ওপর হজ ফরজ, তাদের উচিত আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা।
হজের গুরুত্ব ও শর্তাবলি:
ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ, যা প্রতিটি প্রাপ্তবয়স্ক, বিবেকবান ও সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার ফরজ। তবে নারীদের ক্ষেত্রে স্বামী বা মাহরাম পুরুষ সঙ্গে থাকা বাধ্যতামূলক।
মুসলিম নারী-পুরুষের হজ ফরজ হওয়ার জন্য পাঁচটি শর্ত পূরণ হতে হবে:
- মুসলিম হওয়া।
- বিবেকবান ও সুস্থ হওয়া।
- প্রাপ্তবয়স্ক হওয়া।
- স্বাধীন হওয়া।
- শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হওয়া।
হজ ফরজ হওয়ার ব্যাখ্যা:
যদি কোনো মুসলমানের কাছে হজের খরচ বহনের মতো অর্থ থাকে, তবে তার ওপর হজ ফরজ। বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনের জন্য ৪ লাখ ৭৮ হাজার টাকা প্রয়োজন। নগদ অর্থ না থাকলেও ব্যাংকে জমা অর্থ, স্বর্ণালংকার বা অন্য কোনো সম্পদ বিক্রয় করে খরচ বহন করা সম্ভব হলে হজ ফরজ বলে গণ্য হবে। তবে হজের জন্য বের হওয়ার আগে পরিবারে কারও আর্থিক সংকট যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখা জরুরি।
নারীদের মাহরাম সংক্রান্ত শর্তাবলি:
নারীরা মাহরাম পুরুষ ছাড়া হজে যেতে পারবেন না। মাহরাম বলতে এমন ব্যক্তি বোঝানো হয়, যাদের সঙ্গে কখনো বৈবাহিক সম্পর্ক স্থাপন সম্ভব নয়। যেমন—পিতা, পুত্র, আপন ভাই, চাচা, মামা, দাদা-নানা ইত্যাদি। তবে মাহরামের ক্ষেত্রে শরিয়তের শর্তগুলোও মেনে চলতে হবে।
হজ পালনে দেরি না করার গুরুত্ব:
যদি কারও ওপর হজ ফরজ হয়, তবে তা যত দ্রুত সম্ভব আদায় করা উত্তম। কারণ হজ পালন ছাড়াই মৃত্যু হলে আমলনামায় ফরজ ত্যাগের গুনাহ লিপিবদ্ধ হবে।
যারা হজ পালনের পরিকল্পনা করছেন, তারা দ্রুত নিবন্ধন করুন এবং আল্লাহর নির্দেশ মেনে ফরজ ইবাদত সম্পন্ন করুন।
মন্তব্য করার জন্য লগইন করুন!