ইসলামে অনেক এমন আমল রয়েছে যার সওয়াব মৃত্যুর পরও চলমান থাকে। এই আমলগুলোকে 'সদকায়ে জারিয়া' বলা হয়। সদকায়ে জারিয়ার মাধ্যমে একবার দান করে দানকারী স্থায়ীভাবে প্রতিদান লাভ করতে থাকেন।
জ্ঞানের প্রসার: বই লেখা, উপকারী বিদ্যা শেখানো, ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়া।
সৎ সন্তান: নেককার সন্তান গড়ে তোলা যাদের নেক আমল চলমান থাকবে।
হাফেজ তৈরি: হাফেজদের মাধ্যমে কোরআনের তিলাওয়াতের সওয়াব অর্জন।
ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, পানির ব্যবস্থা তৈরি করা।
মানবকল্যাণমূলক কাজ: হাসপাতাল, স্কুল, অসহায়দের আশ্রয়স্থল নির্মাণ।
ভালো কাজের প্রতি আহ্বান: অন্যদের ভালো কাজের প্রতি উৎসাহিত করা।
ভালো রীতিনীতি প্রবর্তন: ইসলামে ভালো রীতিনীতি প্রবর্তন করা।
সদকায়ে জারিয়া: উপরে উল্লেখিত সদকায়ে জারিয়ার যেকোনো আমল।
পানি সরবরাহ: কূপ, নলকূপ ইত্যাদি তৈরি করে পানি সরবরাহ করা।
জ্ঞানের প্রসার: ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য ওয়াকফ করা।
মৃত্যুর পরও পুণ্য অর্জনের জন্য আমাদের জীবদ্দশায় সৎ ও নেক আমল করতে হবে।সদকায়ে জারিয়ার মাধ্যমে আমরা আখিরাতেও সওয়াব অর্জন করতে পারি।মহান আল্লাহ আমাদের সকলকে সৎ ও নেক আমল করার তাওফিক দান করুন।
মন্তব্য করার জন্য লগইন করুন!