প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট প্রতিনিধি:
আর মাত্র এক দিন বাকী। তারপর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন।
২০ অক্টোবর সারাদেশের ন্যায় লালমনিরহাটের ৫ টি উপজেলা ও ২টি পৌরসভার ৪শ ৬৩টি পূজামন্ডপে দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ফলে জেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দুর্গাপূজার ব্যাপক আনন্দ উৎসব। যা ২৪ অক্টোবর, প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে তা সমাপ্তি ঘটবে।
যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন"; এবং "যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী। তাঁকে মহাদেবীর রূপ বলে মান্য করেন। তিনি চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিতা। দুর্গার বাহুসংখ্যা অনেক। তাঁর সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যে দেখা যায়। তবে দশভুজা রূপটিই সমধিক জনপ্রিয়। তাঁর বাহন সিংহ।
কালীগঞ্জ উপজেলার ৯৪ টির মধ্যে ভোটমারী ইউনিয়নে ৫টি, মদাতী ইউনিয়নে ১৪টি, তুষভান্ডার ইউনিয়নে ১২টি, দলগ্রাম ইউনিয়নে ৯টি, কাকিনা ইউনিয়নে ৭টি, চলবলা ইউনিয়নে ১৯টি, গোড়ল ইউনিয়নে ১৪টি, চন্দ্রপুর ইউনিয়নে ১৪টি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মদাতী ইউনিয়ন শাখার কোষাধক্ষ্য প্রশান্ত কুমার রায় বলেন, আগামী শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমী ও বিসর্জনের মাধ্যমে শারদীয় পূজা সমাপ্ত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লালমনিরহাট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার, যুগ্ন সাধারণ সম্পাদক বাবু দেবদাস রায় বাবুল বলেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্য পুর্ণ ভাবে যাতে হয়,কোন বিশৃঙ্খলা যাতে না হয় সেটার দিকে সবার সুদৃষ্টি কামনা করছি।
মন্তব্য করার জন্য লগইন করুন!