রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্ট নিয়ে কৌতূহলের শেষ নেই। কয়েক দিন ধরেই এলাকাটিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বেজমেন্টে জমে থাকা পানির নিচে কী রয়েছে তা জানতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে।
আজ (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পানি সেচের কাজ শুরু করেন এবং দুপুর সোয়া ১টার দিকে কাজ শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এর মধ্যেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, পানির নিচে ‘আয়নাঘর’ রয়েছে, আবার কেউ বলছেন, সেখানে মানুষের ব্যবহৃত কিছু জিনিসপত্র পাওয়া গেছে।
রহস্যময় বেজমেন্টে কী পাওয়া গেল?
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেজমেন্টের প্রথম তলা শুকনো থাকলেও দ্বিতীয় তলায় এখনো পানি জমে আছে। সেখানে নেমে এক শ্রমিক দীর্ঘক্ষণ হাতিয়ে দেখার পর জানান, নিচে বিশেষ কিছু নেই, এটি সম্ভবত লিফটের জন্য খোঁড়া জায়গা। তবে স্থানীয়রা এখনো নিশ্চিত হতে পারছেন না, পানির নিচে আরও কিছু লুকিয়ে আছে কি না।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, “আমরা শুধু বেজমেন্টের জমে থাকা পানি সরাচ্ছি। এখন পর্যন্ত অন্য কিছু দেখিনি।”
গুঞ্জনের সূত্রপাত কোথায়?
গত ৫ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়। এরপর তারা পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে নেমে দেখে সেখানে কয়েক তলা পর্যন্ত নিচে যাওয়ার রাস্তা রয়েছে, যেখানে পানিতে ডুবে থাকা একটি স্তর রহস্যের জন্ম দেয়।
ফায়ার সার্ভিসের মতে, বেজমেন্টের নিচে জমে থাকা পানি হয়তো বৃষ্টির পানি হতে পারে এবং এটি খুব বেশি পুরোনো নয়। তবে রহস্য এখানেই—এই পানির নিচে আসলে কী লুকিয়ে আছে, তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না।
স্থানীয়দের দাবি, পুরো এলাকা পরিষ্কার করা হলে হয়তো আরও তথ্য বেরিয়ে আসবে। তবে এখন পর্যন্ত নিশ্চিত কিছু না পাওয়ায় রহস্যের জট এখনো পুরোপুরি খোলেনি।
মন্তব্য করার জন্য লগইন করুন!