বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ বৃহস্পতিবার সকালে পঞ্চম স্থানে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানসূচক অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ১৮৬। এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় আজ শীর্ষে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ২৮৭। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১২২, রাজশাহীর ১৬৯ এবং খুলনার ১৫৯।
ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে উঠে এসেছে মার্কিন দূতাবাসের এলাকা (স্কোর ২০৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮৯) এবং কল্যাণপুর (১৮৯)।
২০ গুণ বেশি দূষণকণা ঢাকার বাতাসে
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে থাকা অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। আজকের ঢাকার বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার তুলনায় ২০ গুণ বেশি।
আইকিউএয়ারের সতর্কতা
বায়ুদূষণের এমন পরিস্থিতিতে নগরবাসীর জন্য সতর্কবার্তা দিয়েছে আইকিউএয়ার। তাদের পরামর্শ:
বাইরে বের হলে মাস্ক পরুন।
খোলা জায়গায় ব্যায়াম থেকে বিরত থাকুন।
জানালা বন্ধ রাখুন।
ঢাকার বায়ুদূষণের ভয়াবহ রেকর্ড
গত রোববার সকালে ঢাকার বায়ুর মান ছিল ৪৫২, যা আরও বৃদ্ধি পেয়েছিল। বায়ুর মান ৩০০-এর বেশি হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়। রোববার ঢাকার দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ, যেখানে গুলশানের দুটি স্থানের স্কোর ছিল ৭০০-এর ওপরে।
ডিসেম্বরের ভয়াবহ অবস্থা
পরিবেশ নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ক্যাপসের জরিপে উঠে এসেছে, গত ডিসেম্বরে রাজধানীবাসী একদিনের জন্যও নির্মল বায়ু পায়নি। ওই মাসে বায়ুর গড় মান ছিল ২৮৮, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালের ডিসেম্বরে এই মান ছিল ১৯৫।
ক্যাপসের তথ্য বলছে, ২০২৪ সালের ডিসেম্বরে বায়ুর মান ২০২৩ সালের তুলনায় ২৬ ভাগ বেশি খারাপ হয়েছে।
পরিবেশবিদদের পরামর্শ
পরিবেশবিদরা মনে করেন, কোনো অঞ্চলে যদি টানা তিন দিন তিন ঘণ্টার বেশি সময় ধরে বায়ুর মান ৩০০-এর ওপরে থাকে, তাহলে সেখানে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা উচিত।
ঢাকার বায়ুদূষণের এই ভয়াবহ পরিস্থিতি শুধু জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, এটি পরিবেশগত সংকটও তৈরি করছে। দূষণ নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
মন্তব্য করার জন্য লগইন করুন!