মাসুম পারভেজ।।
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।
২২ শে অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জম কালো আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়।
পুরো আয়োজনের সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস। জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন ও কর্মসূচীতে অংশ নেয় বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রতি বছরের ন্যায় এ বছরও ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ৯ম বারের মতো উদ্যাপন করা হয়। এ বছর এ দিবসের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময়আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সম্পাদক কাদের পলাশ সহ আরও অনেকে।
পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!