নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৫
দেশে ইন্টারনেট ব্যবহারে খরচ কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। একাধিক স্তরে দাম কমানোর ঘোষণা এসেছে এবং এবার মোবাইল অপারেটরদের দিকেও চাপ বাড়ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ তৈয়্যব জানিয়েছেন, নতুন করে তিনটি স্তরে ইন্টারনেটের পাইকারি মূল্য হ্রাস পেয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফয়েজ আহমেদ লিখেছেন, ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে—
আইটিসি (International Terrestrial Cable) পর্যায়ে ১০ শতাংশ,
আইআইজি (International Internet Gateway) পর্যায়ে ১০ শতাংশ,
এবং এনটিটিএন (National Telecommunication Transmission Network) পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস পাবে।
তিনি আরও জানান, এর আগে আইএসপি (ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান) অ্যাসোসিয়েশন ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গেটওয়ের পর্যায়েও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ২০ শতাংশ পর্যন্ত দাম কমিয়েছে।
ফয়েজ বলেন, “এই উদ্যোগগুলো ইন্টারনেট খরচ হ্রাসে বড় ভূমিকা রাখছে। এখন শুধু বাকি রয়েছে দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটরের পক্ষ থেকে মূল্য হ্রাসের ঘোষণা।”
তিনি জানান, ইতোমধ্যে সরকার মোবাইল অপারেটরদের বিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে, ফলে তাদের আর দাম না কমানোর কোনও যৌক্তিকতা থাকে না।
মোবাইল কোম্পানিগুলোর প্রতি সরকারের প্রত্যাশা:
সরকার মোবাইল কোম্পানিগুলোর কাছে দুটি স্পষ্ট মূল্য ছাড় চায়—
১. এসআরও অ্যাডজাস্টমেন্টের নামে মার্চ মাসে বাড়ানো দাম প্রত্যাহার করতে হবে। সরকার পরবর্তীতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এলেও মোবাইল কোম্পানিগুলো এখনো মূল্য হ্রাস করেনি।
২. পাইকারি পর্যায়ে যে পরিমাণ মূল্য হ্রাস পেয়েছে, সেই অনুপাতে গ্রাহক পর্যায়েও ইন্টারনেটের দাম কমাতে হবে।
ফয়েজ আহমেদ বলেন, সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদের দিন থেকে ১০ শতাংশ ছাড় দিয়েছে। এখন সময় এসেছে বাকি তিনটি বেসরকারি অপারেটরের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার।
তিনি আরও লেখেন, “বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের মান নিয়ে বহু প্রশ্ন রয়েছে। মানের তুলনায় মূল্য অনেক বেশি। সরকার চায় গ্রাহকস্বার্থে মোবাইল কোম্পানিগুলো এখন জাতীয় উদ্যোগে শরিক হোক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা রাখবে।”
মন্তব্য করার জন্য লগইন করুন!