স্টাফ রিপোর্টার - ইমরান হক।।
চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন গতকাল শনিবার (৩১ আগস্ট) সকালে যোগদান করেন।
এর আগে ২৯আগস্ট (বৃহস্পতিবার) চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে মো: আলমগীর হোসেনকে চাঁদপুর সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী ওসি শেখ মুহসীন আলমের স্থলে তাকে পদায়ন করা হয়।
জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি মো: আলমগীর হোসেন দুএকদিনের মধ্যে চাঁদপুর মডেল থানায় যোগদান করবেন।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন ইতিপূর্বে হাজীগঞ্জ থানায় ওসি হিসেবে অত্যন্ত সুনামের সহিত তার উপরে অর্পিত দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন দক্ষ পুলিশ অফিসার তার সর্বত্র সুনাম রয়েছে।
অপরদিকে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত মীর রাজ্জাকও বদলী হয়েছেন । তিনি দু'একদিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করবেন বলে জানা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!