ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে পর্তুগিজ রুবেন আমোরিম নিয়োগ পেলেও, তার চুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের মতো পূর্ণ ক্ষমতা পাচ্ছেন না তিনি। আমোরিমের চুক্তিপত্রে ‘ম্যানেজার’ নয়, বরং পদবী দেওয়া হয়েছে ‘প্রধান কোচ’ হিসেবে। ফলে দল পরিচালনা ও ম্যাচের কৌশল ঠিক করার দায়িত্ব পালন করবেন তিনি, তবে খেলোয়াড় কেনাবেচার ক্ষেত্রে ভেটো ক্ষমতা থাকবে না তার।
গত সপ্তাহে টেন হাগকে বরখাস্ত করে আমোরিমকে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। তিনি এখন স্পোর্টিং লিসবনের কোচ হিসেবে কর্মরত থাকলেও, আসন্ন আন্তর্জাতিক বিরতির পর ওল্ড ট্রাফোর্ডে দায়িত্ব গ্রহণ করবেন।
সাধারণত ক্লাবের কোচদের সঙ্গে করা চুক্তিগুলো গোপনীয় থাকলেও, আমোরিমের ভেটো ক্ষমতা না থাকার বিষয়টি প্রকাশ্যে এসেছে ব্রিটিশ সাংবাদিক বেন জ্যাকবসের এক প্রতিবেদনে। তিনি বলেন, আমোরিমের নিয়োগে ভেটো ক্ষমতা নেই, যা ম্যানচেস্টার ইউনাইটেডের পুরনো ঐতিহ্য থেকে ব্যতিক্রম।
অতীতে ম্যানচেস্টার ইউনাইটেডের স্যার অ্যালেক্স ফার্গুসনসহ সকল কোচেরই ‘ম্যানেজার’ পদবী থাকত। প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের ম্যানেজারের হাতে দল পরিচালনা ও খেলোয়াড় কেনাবেচার সিদ্ধান্ত নেয়ার চূড়ান্ত ক্ষমতা থাকলেও, ইউনাইটেড এবার সেই ঐতিহ্য থেকে সরে এসে আমোরিমকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
গত বছর ক্লাবের মালিকানায় যুক্ত হয় ইনিওস গ্রুপ, যারা দল পরিচালনা, খেলোয়াড় বেচাকেনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভিন্ন ভিন্ন কর্মকর্তাকে দায়িত্ব দিতে চায়। এ কারণেই আমোরিমের চুক্তিতে ভেটো ক্ষমতা রাখা হয়নি।
ফলে, দলবদলের সময় খেলোয়াড় কেনাবেচার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি। শুধু তার মতামত দিতে পারবেন এবং প্রয়োজনবোধে ক্লাব কর্তৃপক্ষকে পরামর্শ দিতে পারবেন। তবে, খেলোয়াড় কেনাবেচার মূল পরিকল্পনায় যুক্ত থাকবেন প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ক্রীড়া পরিচালক ড্যান অ্যাশওয়ার্থ।
৩৯ বছর বয়সী আমোরিমের জন্য মূল চ্যালেঞ্জ হবে ইউনাইটেডের বর্তমান দল নিয়ে কাজ করা, যাদের অনেকেই টেন হাগের পছন্দে আনা। এছাড়া, তিনি জানুয়ারির দলবদলের সময় কিছু খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন, যদিও তাতে ভেটো ক্ষমতা থাকবে না তার।
মন্তব্য করার জন্য লগইন করুন!