অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন দেখা গেছে। নাজমুল হাসানকে সরিয়ে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। কিন্তু এই পরিবর্তন সত্ত্বেও বিসিবির কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি দেখা যাচ্ছে না। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বীকার করেছেন যে বিসিবি এখনো কিছুটা "জোড়াতালি দিয়ে" চলছে।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ক্রীড়া উপদেষ্টা বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “বিসিবির কার্যক্রম কিছুটা জোড়াতালি দিয়েই চলছে। আমি দায়িত্ব নেওয়ার সময় অনেক পরিচালকই অনুপস্থিত ছিলেন। যাঁদের সঙ্গে পরামর্শ করতে পারতাম, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিসিবির গঠনতন্ত্রেও বেশ জটিলতা ছিল। তাই আইসিসির নির্দেশিত ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করে আমরা বোর্ডে পরিবর্তন এনেছি।”
গঠনতন্ত্র ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা
বিসিবিকে আরও কার্যকর করতে গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন পরিচালক নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, "বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা গঠনের কাজ চলছে। সেগুলো সম্পন্ন হলে নিয়মতান্ত্রিক উপায়ে আরও পরিচালক যুক্ত হবে এবং বোর্ডের কার্যক্রম গতিশীল হবে।"
তিনি প্রতিটি ক্রীড়া ফেডারেশনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, "প্রতিটি ফেডারেশনকে প্রতিবছর তাদের কার্যক্রম ও অডিট রিপোর্ট জমা দিতে হবে। কেউ দুর্নীতি করলে সেটাও তদন্তের আওতায় আসবে।" তবে ফুটবলসহ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত হওয়ায় সেখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ সম্ভব নয় বলেও জানান তিনি।
স্টেডিয়াম সংস্কার ও বিসিবির আর্থিক শক্তি
বিসিবির আর্থিক শক্তি থাকা সত্ত্বেও স্টেডিয়াম সংস্কারে কেন সরকারের সহায়তা প্রয়োজন, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "স্টেডিয়ামগুলো সরকারের অধীনে, তাই এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার আমাদের দায়িত্ব। তবে ক্রিকেট বোর্ডের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের দেনাপাওনা থাকলে সেটি আমরা আলাদাভাবে সমাধান করব।"
বিসিবির কার্যক্রমে গতি আনতে এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের উন্নয়নে সরকারের উদ্যোগ প্রশংসনীয় হলেও অনেক চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের এই প্রচেষ্টা ভবিষ্যতে দেশের খেলাধুলার মান উন্নত করবে বলে আশা করা যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!