২০২২ কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর দুই বছর পেরিয়ে গেছে। তবে সেই আসরের তিক্ত অভিজ্ঞতা এখনো তাড়া করে ফিরছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। প্রথম রাউন্ডে বিদায় নেওয়া জার্মানি তখন কাতারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল, যা নিয়ে এখন অনুশোচনায় ভুগছেন বর্তমান অধিনায়ক ইয়োশুয়া কিমিখ।
২০১৮ সালের মতোই ২০২২ সালে কাতারেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। সে সময়ে সমকামিতার ওপর কাতারের কঠোর আইন নিয়ে ইউরোপের বেশ কিছু দেশ প্রতিবাদ জানায়, আর জার্মানির খেলোয়াড়রা ‘ওয়ানলাভ’ বাহুবন্ধনী পরে মাঠে নামার পরিকল্পনা করেছিল। তবে ফিফার হুঁশিয়ারিতে তারা সেই পরিকল্পনা থেকে সরে এসে জাপানের বিপক্ষে ম্যাচের আগে হাত দিয়ে মুখ ঢেকে প্রতিবাদ জানায়। সেই ম্যাচে জাপানের কাছে হারের স্বাদ পায় জার্মানি।
কিমিখ বর্তমানে দলের নেতৃত্বে থেকে সেই সময়ের সিদ্ধান্তের ব্যাপারে নিজের অনুশোচনার কথা জানিয়ে বলেন, “আমরা খেলোয়াড় হিসেবে কিছু নৈতিক মূল্যবোধের পাশে দাঁড়ানো উচিত। তবে রাজনীতি নিয়ে প্রকাশ্যে মতামত দেওয়া আমাদের কাজ নয়।” তিনি আরও যোগ করেন, “কাতারে আমরা আমাদের দেশের সঠিক চিত্র তুলে ধরতে পারিনি। এর ফলে বিশ্বকাপের আমেজ নষ্ট হয়েছে, যদিও আয়োজনটি ছিল দুর্দান্ত।”
২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব এখন একমাত্র প্রার্থী। এই প্রসঙ্গে কিমিখ বলেন, “পশ্চিমা দেশগুলো মনে করে, আমাদের মতাদর্শ সঠিক এবং তা সবার জন্য প্রযোজ্য। তবে আসলে সবার সমস্যা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। আশা করি, ভবিষ্যতের খেলোয়াড়রা আমাদের মতো ভুল করবে না, বরং মাঠে খেলায় মনোযোগ দেবে। আমাদের কাজ খেলা, আর তার ভিত্তিতেই আমাদের মূল্যায়ন হওয়া উচিত।”
নভেম্বরে নেশনস লিগে বসনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ খেলতে নামবে কিমিখের নেতৃত্বাধীন জার্মানি।
মন্তব্য করার জন্য লগইন করুন!