নিউইয়র্কের টাইমস স্কয়ারে 'শাড়ি গোজ গ্লোবাল' অনুষ্ঠানে ৫০০ জনেরও বেশি নারী অংশগ্রহণ করে বিশ্বব্যাপী শাড়িকে সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চালান। নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেও এই আয়োজন করা হয়েছিল।
ব্রিটিশ ওইমেন ইন শাড়িজ নামে ব্রিটেনের একটি সংগঠন শনিবার এই উদ্যোগ গ্রহণ করে। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে শাড়ি পরিহিত নারীদের নিয়ে অনুষ্ঠানের পর বিশ্বব্যাপী এর প্রচারের লক্ষ্যে ডাক্তার রিতা কাকটি-শাহ পরিচালিত নিউইয়র্কের সংগঠন 'উমা'কে সাথে নিয়ে এবারের আয়োজন ছিল আরও ব্যাপক।
ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, ব্রিটেন, আমেরিকাসহ অনেক দেশ এই আয়োজনে অংশগ্রহণ করে। নাজনীন হোসেইন ও ড. সুবর্ণা খানের নেতৃত্বে আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং ব্রিটেন থেকে আগত শতাধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সবুজের সাজে, দেশীয় শাড়ি পরে, নেচে গেয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরে।
অলিম্পিক প্যারেডের আদলে পতাকা হাতে বিভিন্ন দেশ ঢোলের তালে তালে টাইমস স্কোয়ারের একটি অংশ প্রদক্ষিণ করে। বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শাড়ির পরিচিতি তুলে ধরেন। যেমন ঢাকাই জামদানি ও মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা, তাঁত/মনিপুরী।
প্যারেড শেষে সকল দেশ একের পর এক নৃত্য পরিবেশন করে। "চলো বাংলাদেশ" গানের সাথে বাংলাদেশ দলের নৃত্য পরিবেশনা ভূয়সী প্রশংসা অর্জন করে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেড়ে উঠা নতুন প্রজন্ম যেন ঐতিহ্যবাহী শাড়িকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে - এটাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এই অনুষ্ঠানটি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্তব্য করার জন্য লগইন করুন!